RESULT 2024

Choose a Class For Result

2024 এর পঞ্চম থেকে নবম শ্রেণির তিনটি সামেটিভ এর প্রগতি পত্র অভিভাবক দের অনলাইনে দেখার সুযোগ করে দেওয়া হলো। এর জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্রছাত্রীদের বাংলা শিক্ষা id দিয়ে দেখা যাবে।এই id পাওয়া যাবে আগের বছরের মার্কশিট বা এই বছরের ভর্তির রশিদের মধ্যে|
পঞ্চম শ্রেণির ক্ষেত্রে অনলাইনে মার্কশিট দেখার জন্য id এর বদলে এই ভাবে লিখে সাবমিট করবে "যদি V এর A সেকশনের 1 রোল এর মার্কশিট দেখতে হয় তাহলে লিখতে হবে VA1"
বিদ্যালয় সংশ্লিষ্ট সমস্ত স্টাফের ঐকান্তিক প্রচেষ্টায় এই সুন্দর ভাবে মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করা গিয়েছে। ছাত্রছাত্রীদের শুভেচ্ছা অভিনন্দন।আরও ভালো ফল হোক ভবিষ্যতে।
অমিত কুমার গোস্বামী
সহকারী প্রধান শিক্ষক