view

➤TATKAL PPR PPS RESULT HS 2025

DATED 16/5/25

এতদ্বারা সংশ্লিষ্ট সকল পক্ষকে সানন্দে জানানো যাচ্ছে যে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ২০২৫-এর উত্তরপত্রের টাটকা পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (পিপিএস) এবং টাটকা পোস্ট পাবলিকেশন রিভিউ (পিপিআর)-এর ফলাফল ইতিমধ্যেই ১৫.০৫.২০২৫ তারিখে কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আবেদনকারীরা তাদের বিদ্যমান লগইন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পোর্টালে ভিজিট করে তাদের ফলাফল দেখতে পারবেন। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা তাদের কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন তাদের শিক্ষার্থীদের (যাদের নম্বরের পরিবর্তন হয়েছে) সংশোধিত মার্কশিট ও সার্টিফিকেটগুলি পুরনো মার্কশিট ও সার্টিফিকেট জমা দেওয়ার মাধ্যমে আগামী ১৯.০৫.২০২৫ তারিখ থেকে কাউন্সিলের নিজ নিজ আঞ্চলিক অফিস থেকে সংগ্রহ করেন।

দেখে নিন

Check Result
Read More
view

➤2025 -26 শিক্ষা বর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি

DATED 14/5/25

১৪ /৫/২০২৪ আমাদের বিদ্যালয় থেকে পাস করা ছাত্রদের ভর্তি ও ১৫/৫/২০২৫ ছাত্রীদের ভর্তি নেওয়া হয়েছে। ১৬/০৫/২০২৫ অন্য বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস ও আমাদের বিদ্যালয়ের যারা বাকি আছে ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হবে। ভর্তির ফর্মে কি কি ডকুমেন্ট লাগবে সব দেওয়া আছে। ভর্তির ফর্মে বিষয় নির্বাচনের সময় মাধ্যমিক এ কোন বিষয়ে কত নম্বর পেলে রাখা যাবে দেখে নিন। 1.মাধ্যমিক এ গণিতে ন্যূনতম 35 পেলে ইলেভেন এ MATHEMATICS রাখা যাবে। 2. মাধ্যমিক এ জীবন বিজ্ঞান এ ন্যূনতম 35 পেলে ইলেভেন এ BIOLOGY রাখা যাবে। 3. মাধ্যমিক এ ভৌত বিজ্ঞান এ ন্যূনতম 35 পেলে ইলেভেন এ PHYSICS রাখা যাবে। 4. মাধ্যমিক এ ভূগোল এ ন্যূনতম 35 পেলে ইলেভেন এ GEOGRAPHY রাখা যাবে এছাড়া মোট নম্বরের উপর ভিত্তি করে ভোকেশনাল বিষয় Construction ৪০ জনকে দেওয়া হবে। ভর্তির ফর্মে কি কি ডকুমেন্ট লাগবে সব দেওয়া আছে। ভর্তির ফর্মে বিষয় নির্বাচনের সময় মাধ্যমিক এ কোন বিষয়ে কত নম্বর পেলে রাখা যাবে দেখে নিন। 1.মাধ্যমিক এ গণিতে ন্যূনতম 35 পেলে ইলেভেন এ MATHEMATICS রাখা যাবে। 2. মাধ্যমিক এ জীবন বিজ্ঞান এ ন্যূনতম 35 পেলে ইলেভেন এ BIOLOGY রাখা যাবে। 3. মাধ্যমিক এ ভৌত বিজ্ঞান এ ন্যূনতম 35 পেলে ইলেভেন এ PHYSICS/CHEMISTRY রাখা যাবে। 4. মাধ্যমিক এ ভূগোল এ ন্যূনতম 35 পেলে ইলেভেন এ GEOGRAPHY রাখা যাবে এছাড়া মোট নম্বরের উপর ভিত্তি করে ভোকেশনাল বিষয় Construction ৪০ জনকে দেওয়া হবে।

দেখে নিন

NOTICE

MINIMUM MARKS Rules
Read More
view

➤2025 -26 শিক্ষা বর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি

DATED 11/5/25

আগামী ১৪ /৫/২০২৪ আমাদের বিদ্যালয় থেকে পাস করা ছাত্রদের ভর্তি নেওয়া হবে ও ১৫/৫/২০২৫ ছাত্রীদের ভর্তি নেওয়া হবে। ১৬/০৫/২০২৫ অন্য বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হবে। ভর্তির ফর্মে কি কি ডকুমেন্ট লাগবে সব দেওয়া আছে। ভর্তির ফর্মে বিষয় নির্বাচনের সময় মাধ্যমিক এ কোন বিষয়ে কত নম্বর পেলে রাখা যাবে দেখে নিন। 1.মাধ্যমিক এ গণিতে ন্যূনতম 35 পেলে ইলেভেন এ MATHEMATICS রাখা যাবে। 2. মাধ্যমিক এ জীবন বিজ্ঞান এ ন্যূনতম 35 পেলে ইলেভেন এ BIOLOGY রাখা যাবে। 3. মাধ্যমিক এ ভৌত বিজ্ঞান এ ন্যূনতম 35 পেলে ইলেভেন এ PHYSICS/CHEMISTRY রাখা যাবে। 4. মাধ্যমিক এ ভূগোল এ ন্যূনতম 35 পেলে ইলেভেন এ GEOGRAPHY রাখা যাবে এছাড়া মোট নম্বরের উপর ভিত্তি করে ভোকেশনাল বিষয় Construction ৪০ জনকে দেওয়া হবে।

দেখে নিন

NOTICE

MINIMUM MARKS Rules
Read More
view

➤SUBJECT COMBINATION FOR CLASS XI 2025 ADMISSION SEMESTER SYSTEM

DATED 11/5/25

NOTICE

ACCORDING TO SEMESTER SYSTEM

SET-1

SL.NO. SUBJECT
1 PHYSICS / NUTRITION
2 CHEMISTRY / GEOGRAPHY
3 MATHEMATICS
4 BIOLOGY

SET-III

SL.NO. SUBJECT
1 POLITICAL SCIENCE / BIOLOGY
2 NUTRITION
3 SANSKRIT / MATHEMATICS
4 HISTORY
5 GEOGRAPHY
  1. মাধ্যমিক এ গণিতে ন্যূনতম 35 পেলে ইলেভেন এ MATHEMATICS রাখা যাবে ।
  2. মাধ্যমিক এ জীবন বিজ্ঞান এ ন্যূনতম 35 পেলে ইলেভেন এ BIOLOGY রাখা যাবে ।
  3. মাধ্যমিক এ ভৌত বিজ্ঞান এ ন্যূনতম 35 পেলে ইলেভেন এ PHYSICS/CHEMISTRY রাখা যাবে ।
  4. মাধ্যমিক এ ভূগোল এ ন্যূনতম 35 পেলে ইলেভেন এ GEOGRAPHY রাখা যাবে ।

ভর্তির তারিখ দেওয়া হবে পরে । ভর্তির দিনে ভর্তি ফি বাবদ 240 টাকা + 10 টাকা সরস্বতী পূজার জন্য + প্রতিটি প্রাকটিক্যাল বিষয়ের জন্য 100 টাকা লাগবে ।

Read More
Hodalnarayanpur High School

DATE: 10/05/2025

ROUTINE OF SEMESTER III (HIGHER SECONDARY EXAMINATION, 2026)

Date Day Time and Duration Subjects
08.09.2025 Monday 10:00 am to 11:15 am (01 hour 15 minutes) Bengali (A)
09.09.2025 Tuesday 10:00 am to 10:45 am Vocational CONSTRUCTION (CNSV)
10.09.2025 Wednesday 10:00 am to 11:15 am (01 hour 15 minutes) English (B)
12.09.2025 Friday10:00 am to 11:15 am (01 hour 15 minutes) Physics, Nutrition,
15.09.2025 Monday 10:00 am to 11:15 am (01 hour 15 minutes) History
16.09.2025 Tuesday10:00 am to 11:15 am (01 hour 15 minutes) Geography
19.09.2025 Friday10:00 am to 11:15 am (01 hour 15 minutes) Mathematics,Sanskrit
22.09.2025 Monday10:00 am to 11:15 am (01 hour 15 minutes) Biological Science, Political Science
Read More
view

➤HS 2026 ROUTINE FOR OLD SYLLABUS ,SEM 3 2025,SEM 4 2026 AND SUPPLEMENTARY SEM 3 EXAM 2025

DATED 10/5/25

দেখে নিন

OLD SYLLABUS HS 2026 ROUTINE

SEM 3 FOR HS 2026 ROUTINE

SEM 4 FOR HS 2026 ROUTINE

SUPPLEMENTARY SEM 3 FOR HS EXAM 2026 ROUTINE

Read More
view

➤SCHOOL WILL REOPEN AFTER SUMMER VACATION 2025

DATED 8/5/25

দেখে নিন

Read More
view

➤বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ 2025

DATED 29/04/25

বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ এই ছাত্রছাত্রী রা বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে। জেলা লেভেল এ অহনা ভট্টাচার্য্য,সায়ন্তন রায়,ঐশিক মন্ডল প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে।ওদের আগামী 12 তারিখ বাঁকুড়া তে সংবর্ধনা দেওয়া হবে। বাকিদের সার্টিফিকেট দেওয়া হয়েছে।

দেখে নিন

Read More
view

➤MP 2026 ROUTINE

WBBSE DATED 6/5/25

অবশেষে প্রকাশিত হল মাধ্যমিক ২০২৬ এর পরীক্ষার সূচী

প্রতিবারই রেজাল্টের দিন ঘোষণা হয়। কিন্তু এবার তা হয়নি। ফলাফল প্রকাশের ৪ দিনের মধ্যেই প্রকাশিত হল সামনের বছরের রুটিন।

২০২৬ এ ভোটের জন্য একটু এগিয়ে এলো পরীক্ষা। শুরু হবে ফেব্রুয়ারি মাসের ২ তারিখ, শেষ হবে মূল ৭ টি বিষয়ের পরীক্ষা ১১ ফেব্রুয়ারি।

দেখে নিন সম্পূর্ণ সূচী:

Read More
view

Process to apply for certified copy of answer scripts of Madhyamik examination (Exam.) 2025 under RTI act 2005

New

Dowload Application form

Download Rules and Notification

Download FOR HIGHER SECONDARY ONLY

শুভ তোজো মান্না

02/05/2025

গুরুত্বপূর্ণ তথ্য

RTI Act 2005 এর অধীনে মাধ্যমিক পরীক্ষা (Exam.) 2025-এর উত্তরপত্রের সার্টিফাইড কপি পাওয়ার আবেদন প্রক্রিয়া

(মেমো নম্বর: ইনফ/৭৯/২৫, তারিখ: ০২.০৫.২০২৫)

আসুন দেখে নেওয়া যাক, মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের (answer scripts) জেরক্স বা ফটোকপি পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে!

আবেদনকারী Rs. ১০/- এর কোর্ট ফি দিয়ে WBBSE এর দেওয়া নির্দিষ্ট ফরম্যাটে (পৃষ্ঠা নম্বর ৩) অথবা সাদা কাগজে আবেদন করতে পারবেন। আবেদনপত্র WBBSE এর বিজ্ঞপ্তির প্রথম পৃষ্ঠায় উল্লেখিত নির্দিষ্ট আঞ্চলিক অফিসে জমা দিতে হবে।

আঞ্চলিক অফিসের ঠিকানা - বিজ্ঞপ্তির প্রথম পৃষ্ঠায় দেওয়া হয়েছে!

  • যাদের রোল নম্বর '২' দিয়ে শুরু, তারা আবেদনপত্র উত্তরবঙ্গ আঞ্চলিক অফিসে জমা দেবেন!
  • যাদের রোল নম্বর '৪' দিয়ে শুরু, তারা বর্ধমান আঞ্চলিক অফিসে জমা দেবেন!
  • যাদের রোল নম্বর '৬' দিয়ে শুরু, তারা মেদিনীপুর আঞ্চলিক অফিসে জমা দেবেন!
  • যাদের রোল নম্বর '৮' দিয়ে শুরু, তারা কলকাতা আঞ্চলিক অফিসে জমা দেবেন!

এবার দেখে নেওয়া যাক, উত্তরপত্রের সার্টিফাইড কপি পাওয়ার শর্তাবলী:

  1. মাধ্যমিক রেজাল্ট (২০২৫) প্রকাশের ৭৫ দিনের মধ্যে (অর্থাৎ ১৬ই জুলাই, ২০২৫) এই আবেদন করতে হবে, এরপর গ্রাহ্য হবে না!
  2. আবেদনের সঙ্গে মার্কশিটের স্ব-প্রত্যয়িত (self-attested) ফটোকপি সহ ফোন নম্বর অবশ্যই দিতে হবে।
  3. যে উত্তরপত্রের সার্টিফাইড কপির জন্য আবেদন করবেন, তা কেবলমাত্র প্রার্থী অথবা প্রার্থীর শনাক্তকরণের সঠিক নথি বা অনুমোদন দেখিয়ে ঐ আবেদনকারীর স্বাভাবিক/আইনি অভিভাবকের কাছেই হস্তান্তর করা হবে। এক্ষেত্রে অন্য কোনো ব্যক্তিকে অনুমতি দেওয়া হবে না।
  4. RTI আইন অনুযায়ী উত্তরপত্রের ফটোকপি পাওয়ার প্রক্রিয়াকরণ ফি হিসেবে প্রতিটি প্রার্থীকে চালান এর মাধ্যমে ২/- টাকা (প্রতি পৃষ্ঠা) সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে জমা দিতে হবে। চালানের রসিদ সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে জমা দিতে হবে। চালান আঞ্চলিক অফিসে পাওয়া যাবে।
  5. প্রার্থীকে পোস্ট বা ফোনের মাধ্যমে জানানো হবে কোন তারিখ ও কোন সময়ে ঐ সার্টিফাইড কপি সংগ্রহ করতে হবে।
  6. পিপিএস/পিপিআর-এর ফলাফল প্রকাশের পরেই সার্টিফাইড কপি পাওয়ার আবেদন করতে হবে।
  7. উত্তরপত্রের সার্টিফাইড কপির সঙ্গে উত্তরপত্রের পুনঃমূল্যায়ন (re-evaluation) এর কোনো সম্পর্ক নেই।
  8. আবেদনে কোর্ট ফি/পূর্ণ স্বাক্ষর/সম্পূর্ণ ঠিকানা দেওয়া বাধ্যতামূলক, অন্যথায় আবেদন বাতিল করা হবে।
  9. আবেদনকারী যদি বিপিএল (BPL) শ্রেণীভুক্ত হন, তাহলে কোনো আবেদন ফি লাগবে না (তবে এক্ষেত্রে বিপিএল সার্টিফিকেটের স্ব-প্রত্যয়িত ফটোকপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে)।
  10. উত্তরপত্রের সার্টিফাইড কপি পাওয়ার পর যদি কোনো আবেদনকারী দেখেন যে ঐ উত্তরপত্রে ভুল যোগ/ভুল ক্যাজিং/অনুমোদিত উত্তরপত্র চিহ্নিত করা হয়নি, তাহলে এক্ষেত্রে সার্টিফাইড কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে অর্থাৎ ৩১শে জুলাই, ২০২৫ এর পরে কোনো আবেদন নেওয়া হবে না (এক্ষেত্রে কোনো প্রকার চার্জ লাগবে না)!

শুভেচ্ছান্তে,

শুভ তোজো মান্না

Read More
view

➤ Madhyamik exam 2025 PPR / PPS

New

Video link

শুভ তোজো মান্না
02/05/2025

গুরুত্বপূর্ণ তথ্য

মাধ্যমিক পরীক্ষা (SE), 2025 - উত্তরপত্রগুলির পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (PPS) এবং রিভিউ (PPR) এর জন্য আবেদন

এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam (SE), 2025)-এর লিখিত উত্তরপত্রগুলির পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (Post Publication Scrutiny - PPS) এবং পোস্ট পাবলিকেশন রিভিউ (Post Publication Review - PPR) এর জন্য ডেটা কালেকশনের আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে।

আবেদনের জন্য নিম্নলিখিত ওয়েবসাইটটি ব্যবহার করতে হবে:

www.wbbsedata.com

(মেমো নম্বর: ডিএস(সি)/০৬০/২৫, তারিখ: ০২.০৫.২০২৫)

নির্দেশাবলী:

সকল প্রতিষ্ঠানের প্রধানদের জানানো যাচ্ছে যে, তারা ০২.০৫.২০২৫ তারিখ বিকেল ৪টা থেকে https://www.wbbsedata.com ওয়েবসাইটটি খুলবেন এবং বিস্তারিত লগইন ও আবেদন প্রক্রিয়ার জন্য "instructions" ট্যাবটি অনুসরণ করবেন।

অনুগ্রহ করে মনে রাখবেন -

  • সকল উত্তীর্ণ (Pass) প্রার্থী পিপিএস-এর জন্য আবেদন করতে পারবে। (প্রতি বিষয়ের জন্য ৳৮০.০০ (আশি টাকা) হারে!)
  • সকল অনুত্তীর্ণ (Fail) প্রার্থী পিপিআর-এর জন্য আবেদন করতে পারবে। (প্রতি বিষয়ের জন্য ৳১০০.০০ (একশত টাকা) হারে!)
  • সংশ্লিষ্ট বিদ্যালয় পিপিআর/পিপিএস-এর জন্য প্রতিটি প্রার্থীর কাছ থেকে শুধুমাত্র আনুষঙ্গিক খরচ মেটানোর জন্য ৳২.০০ (দুই টাকা) নগদ নিতে পারবে (যদি প্রয়োজন হয়)।
  • পিপিএস/পিপিআর-এর জন্য আগ্রহী প্রার্থীদের তাদের নিজ নিজ বিদ্যালয়ে পিপিএস/পিপিআর-এর জন্য সাদা কাগজে একটি আবেদনপত্র (নমুনা আবেদনপত্র দেওয়া হল) জমা দিতে হবে।
  • আবেদনপত্রে অবশ্যই নিজের নাম, রোল নম্বর এবং যে বিষয়/বিষয়গুলির জন্য পিপিএস/পিপিআর করতে ইচ্ছুক তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
  • আবেদনের সাথে মার্কশিটের ফটোকপি এবং নির্ধারিত ফি (নগদে) জমা দিতে হবে।
  • পিপিআর-এর ক্ষেত্রে শুধুমাত্র নির্দিষ্ট উত্তরপত্রের মূল্যায়ন (assessment) করা হবে, কিন্তু পিপিএস-এর ক্ষেত্রে শুধুমাত্র স্ক্রুটিনি এবং পুনঃগণনা (re-totalling) করা হবে।
  • বোর্ড পিপিআর এবং পিপিএস-এর জন্য কোনো আবেদনপত্র ম্যানুয়ালি গ্রহণ করবে না।
  • বোর্ড প্রার্থীদের কাছ থেকেIndividualy কোনো অনলাইন আবেদন গ্রহণ করবে না।
  • সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে বিদ্যালয় কর্তৃক সম্পন্ন করতে হবে।
  • উক্ত ওয়েবসাইটটি ১৭ই মে, ২০২৫ তারিখ বিকেল ৫টা পর্যন্ত সক্রিয় থাকবে; এরপর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

শুভেচ্ছান্তে,

শুভ তোজো মান্না

Read More
view

➤ Notification from WBCHSE regarding PPS (Post Publication Scrutiny ও PPR (Post Publication Review) of Higher Secondary HS Examination Exam. 2025!

শুভ তোজো মান্না
30/04/2025

গুরুত্বপূর্ণ তথ্য

উচ্চমাধ্যমিক পরীক্ষা-২০২৫: পিপিএস (PPS) ও পিপিআর (PPR) সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

PPS হলো প্রাপ্ত নম্বরগুলো পুনরায় যোগ (retotaling) করে দেখা!

**PPR হলো যখন অন্য পরীক্ষক ঐ খাতাটি পুনরায় আবার review করেন!**

➤ Normal PPS / PPR ও Tatkal (তৎকাল) PPR / PPS এর নিয়মাবলী ভিন্ন!

➤ এবার দেখে নিই চলুন এই দু'ধরনের PPR / PPS এর বিস্তারিত তথ্য -

➤ সবধরনের PPS / PPR এর জন্য কাউন্সিলের চালু হওয়া অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে - https://wbchseapp.wb.gov.in/portal/dashboard_student

➤ আবেদনের সময়সূচী -

  • **Tatkal (তৎকাল) PPS / PPR - ০৮.০৫.২০২৫ এর মধ্যরাত থেকে ১১.০৫.২০২৫ এর ১১:৫৯ a.m. পর্যন্ত!**
  • **Normal PPS / PPR - ০৮.০৫.২০২৫ এর মধ্যরাত থেকে ২২.০৫.২০২৫ এর ১১:৫৯ a.m. পর্যন্ত!**

উপরে উল্লেখিত নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে!

N.B.- প্রার্থীরা যেন একইসঙ্গে PPR / PPS এবং RTI -এর জন্য আবেদন না করে!

**এক্ষেত্রে PPS / PPR - এর ফলাফল প্রকাশের ক্ষেত্রে অহেতুক জটিলতা তৈরি করবে এবং দেরি হবে!**

**যদি কেউ মনে করেন Answer scripts এর photocopy পাওয়ার জন্য RTI করবেন; তাহলে তা যেন PPS / PPR -এর result published হওয়ার পরেই করেন!**

➤ Higher secondary exam-2025 এর PPR / PPS নিয়মাবলী -

  1. প্রথমে candidate কে Council website এর https://wbchseapp.wb.gov.in/portal/dashboard_student এর মাধ্যমে register করতে হবে!
  2. এরপর candidate কে online একটি undertaking দিতে হবে এই মর্মে - যদি উনি PPR / PPS এর result published হওয়ার পূর্বে answer scripts এর photocopy পাওয়ার জন্য RTI করে থাকেন তাহলে ওনার RTI এর আবেদনের ভিত্তিতেই answer scripts দেওয়া হবে (PPR / PPS এর আবেদনের ভিত্তিতে নয়)!
  3. online mode ব্যতীত PPR / PPS application grant করা হবে না!
  4. Online application submission এর সময় candidate কে HS-2025 এর roll no ও marksheet no দিতে হবে!
  5. আবেদন ফি -
    • Normal PPS এর জন্য প্রতি বিষয়ে ১৫০/- টাকা ও Normal PPR এর জন্য প্রতি বিষয়ে ২০০/- টাকা!
    • Tatkal PPS এর জন্য প্রতি বিষয়ে ৬০০/- টাকা এবং Tatkal PPR এর জন্য প্রতি বিষয়ে ৮০০/- টাকা!
  6. PPR / PPS কেবলমাত্র theoretical paper এর জন্য করা যাবে ও ঐ নির্দিষ্ট বিষয়গুলোতে যেন ঐ candidate HS -2025 এর পরীক্ষায় কোনোরকম malpractice or misconduct report ব্যতীত appeared হয়ে থাকে!
  7. PPS এর আবেদন সব subject এর জন্য করা যাবে কিন্তু PPR এর আবেদন maximum 2 টি subject এর জন্য করা যাবে!
  8. যে subject এর জন্য PPS এর আবেদন করেননি কেবলমাত্র সেই subject এর জন্যই PPR এর আবেদন করা যাবে!
  9. কোনো regular ও continuing candidate যদি কোনো subject এ PPR করতে চায় তাহলে তাঁকে ঐ subject এর থেকে অন্য ৩ টি subject এ Higher grade পেতে হবে!
  10. PPS / PPR application এ কোনো ভুল থাকলে সেই application Council cancel করবে ও এই উদ্দেশ্যে করা কোনো query grant হবে না!
  11. নির্দিষ্ট সময়ের পর কোনো অবস্থাতেই PPS / PPR এর application গ্রহন করা হবে না!
  12. application submission এর cut off date অর্থাৎ ০৮.০৫.২০২৫ থেকে আগামী ১ মাসের মধ্যে Normal PPR / PPS এর Result published হবে!
  13. আর তৎকাল PPR / PPS এর ক্ষেত্রে application receipt এর date থেকে আগামী ৭ দিনের মধ্যে result declared হবে (অন্যথায় candidate এর জমা করা deposited fees থেকে normal fees বাদ দিয়ে বাকি টাকা refund করা হবে)!
  14. candidate বা institute- council এর website থেকে PPS / PPR এর result দেখতে পারেন।
  15. concerned school revised Marksheet ও pass certificate regional office থেকে collect করে পুরনো marksheet, pass certificate surrender করে ও পরে তা school record maintain করে candidate কে handover করবে।
  16. review / scrutiny এর result যা হবে তা candidate কে mandatorily accept করতে হবে!
  17. online ব্যতীত কোনো PPR / PPS -এর জন্য আবেদন গ্রহণ করা হবে না! কোনো Hardcopy accept করা হবে না!
  18. যে কোনো ক্ষেত্রেই council এর decision ই final!

WBCHSE HS (Higher Secondary Examination exam. Result 2025) PPR PPS

শুভ তোজো মান্না


Read More